বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

বাংলালিংক-এর নতুন ওয়েবসাইট

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তার ওয়েবসাইটকে (যঃঃঢ়://িি.িনধহমষধষরহশ.পড়স.নফ) নতুন আঙ্গিকে সাজিয়েছে। এতে গ্রাহকদের জন্য রয়েছে নতুন সব ফিচার এবং দারুণ লুক। দেশী ও বিদেশী গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে এই ওয়েবসাইটটিকে করা হয়েছে আরও সহজ, ইন্টারেক্টিভ এবং তথ্যবহুল। নতুন এই ওয়েবসাইটিতে ই-কমার্স ফিচারসমূহ যুক্ত করা হয়েছে। এই ই-কমার্স ফিচারে গ্রাহকরা পাবেন ইন্টারনেট প্যাক কেনার সুযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় ডিজিটাল সেবাসমূহ যেমন- অনলাইন টপ-আপ এবং ইমার্জেন্সি ব্যালেন্স। এতে আরও রয়েছে ই-শপ ফিচার, যা টেলিকম ইন্ডাস্ট্রিতে এই প্রথম। এই ই-শপে ভিজিটররা সিম কার্ড এবং হ্যান্ডসেটসমূহ কিনতে পারবেন। এই ওয়েবসাইটে থাকবে বিভিন্ন হ্যান্ডসেটের তুলনা, স্পেসিফিকেশন এবং আরও অনেক কিছু। নতুন ওয়েবসাইটের ব্যবহারকারীরা সহজ প্রি-পেইড প্যাকেজ মাইগ্রেশন সুবিধা নিতে পারবেন এবং সাইটটি সঠিক সার্ভিস প্যাক বাছাই করতে অ্যাডভাইজর হিসেবে কাজ করবে। এই সাইটে আরও রয়েছে স্মার্ট ফিল্টারিং সার্চ সুবিধা। ‘ইউ মে অলসো লাইক’ সেকশনে বিভিন্ন ইন্টারনেট প্যাকের জন্য ব্যবহারকারীরা এখন পাবেন প্রাসঙ্গিক সুপারিশসমূহ।
স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন