বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আমতলীতে জানালা-গ্রীল ভেঙে অফিসে ঢুকে দরজা ভেঙে ৩ লক্ষাধিক টাকা চুরি

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০৭ পিএম

বরগুনার আমতলীতে বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উপজেলা অফিসে গত মধ্যরাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে তাদের ৩ লক্ষাধিক টাকা নিয়েছে বলে জানান কর্তৃপক্ষ। এ ব্যাপারে আমতলী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

পদক্ষেপ অফিস সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন ইনসাফ হসপিটাল এলাকায় বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র অফিসের হিসাব রক্ষক মিল্টন বাড়ৈ সকাল ৮টায় অফিস ঘর খুলে দেখে টেবিলের ড্রয়ার ভাংগা ও অগোছালো। এরপর আলমিরা ভাংগা দেখে অফিসের স্টাফরা খবর দেয়। আলমিরার ভিতরে রক্ষিত ৩.০ ৪,৬১৯ টাকা চোরেরা নিয়া যায়। পটুয়াখালী জোনাল অফিসার খন্দকার আবুল বাশার এসে অফিস পরিদর্শণ করেন।

অফিস ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা অফিসের জানালার গ্রীল ভেঙে অফিসে ঢুকে আলমারির দরজা ভেঙে নগদ ৩,০৪,৬১৯ টাকা নিয়ে যায়।

আমতলী থানার অফিসার ইন চার্জ একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন