রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিএনপির নেতাকর্মীদেন ধাওয়া দিয়েছে পুলিশ। এসময় কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে আরশাদ নামের এক যু্বকের নাম জানা গেছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাইটিঙ্গেল মোড়ে বিএনপির নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
তার আগে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু পুলিশের বাঁধায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেননি তিনি।
ফিরে যাওয়ার সময় মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ১০ তারিখের শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করে দেওয়ার জন্য সরকারের হীন পরিকল্পনা করছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমাদের রাজনৈতিক অধিকারকে হরণ করার জন্য তারা এ কাজগুলো করেছে। আমি যদি আমার নিজের অফিসে যেতে না পারি তাহলে কি করে একজন মানুষ রাজনৈতিক কাজ করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন