শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: বিপ্লব কুমার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০২ পিএম

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে, কেউ নাশকতার চেষ্টা করলে, সরকারি বা জানমালের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করলে ডিএমপি যথাযথ আইনি ব্যবস্থা নেবে।’ শনিবার সকাল সোয়া ১০টায় কাকরাইলের নাইটিংগেল মোড়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা আশা করব, বিএনপি ডিএমপির নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, সমাবেশ শেষ করে তারা ফিরে যাবে। কিন্তু সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে, কেউ নাশকতার চেষ্টা করলে, সরকারি বা জানমালের কোনো ক্ষতি সাধনের চেষ্টা করলে ডিএমপি যথাযথ আইনি ব্যবস্থা নেবে।

তিনি সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে বিএনপি সমাবেশের নামে আমাদের পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে৷ আজকে ডিএমপির সদস্যদের বলা হয়েছে, তারা যেন সব সময় সতর্ক অবস্থানে থাকে, যাতে কেউ জানমালের কোনো ক্ষতি করতে না পারে।

ঢাকার সড়কে গণপরিবহন সংকটের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে ডিএমপির কোনো নিষেধাজ্ঞা নেই। স্বাভাবিক জীবনযাত্রা চলার জন্য যা দরকার তা চলবে। ডিএমপি এ ব্যাপারে কাউকে কোনো বাধা দেয় নাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Abdul Gaffar ১০ ডিসেম্বর, ২০২২, ১:০০ পিএম says : 0
এই জানোয়ারের বিচার হবে এবং তা পল্টন ময়দানে।
Total Reply(0)
Abdul Gaffar ১০ ডিসেম্বর, ২০২২, ১:০০ পিএম says : 0
এই জানোয়ারের বিচার হবে এবং তা পল্টন ময়দানে।
Total Reply(0)
Sohel Mia ১০ ডিসেম্বর, ২০২২, ১২:৪০ পিএম says : 0
বাশ খাওয়ার জন্য প্রস্তুুত হও বেশি দিন আর বাকি নেই, বহুত খেলা দেখিয়েছো।
Total Reply(0)
Kamal ১০ ডিসেম্বর, ২০২২, ১২:১৭ পিএম says : 0
British আমলেও পুলিশ জনস্বার্থে কৃষকের পাকা ধানের উপর দিয়ে যেত।
Total Reply(0)
Abdul Gaffar ১০ ডিসেম্বর, ২০২২, ১:০০ পিএম says : 0
এই জানোয়ারের বিচার হবে এবং তা পল্টন ময়দানে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন