রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশে খুলনা জেলা থেকে কমপক্ষে ২০ হাজার নেতা কর্মী যোগ দিয়েছেন। জনাকীর্ণ মাঠে জায়গা না পেয়ে তারা অবস্থান নিয়েছেন মাঠের বাইরে ফুটপাতে ও রাস্তায়। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দু’ দিন আগে তারা ঢাকা পৌঁছান। সমাবেশস্থল থেকে এমনটাই জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক এহতেশামুল হক শাওন। মুঠোফোনে তিনি জানান, রাস্তায় জায়গায় জায়গায় পুলিশের তল্লাশি-হয়রানির শিকার হয়েছেন নেতা কর্মীরা। হোটেলে নেতা কর্মীরা উঠতে পারেননি। বেশিরভাগ নেতা কর্মীই তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের বাড়িতে উঠেছেন। যানবাহন না পাওয়ায় কলাবাগান, মোহাম্মদপুর, উত্তরা, পলাশী, শনির আখড়াসহ বিভিন্ন স্থান থেকে খুব ভোরে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে সমাবেশ স্থলে এসেছেন। তিনি আরও বলেন, সরকার সমাবেশ বানচাল করতে চেয়েছিল। কিন্তু সে ষড়যন্ত্র সফল হয়নি। জনগণ এ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।
সমাবেশে যোগ দেয়া খুলনার কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জানান, শেষ মুহুর্তে আওয়ামীলীগ মরণ কামড় দিচ্ছে। শত বাঁধা উপেক্ষা করে আমরা সমাবেশে এসেছি। আমাদের মত দেশের দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সমাবেশে এসেছে। এ সরকারের পতন না ঘটিয়ে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের নেতা কর্মীরা প্যানা ফেস্টুন নিয়ে কিছু অংশ মাঠের ভিতরে এবং বাকী অংশ জায়গা না পাওয়ায় মাঠের বাইরে অবস্থান নিয়েছে। তিনি আরো জানান, ৫০ হাজার নেতা কর্মী এই সমাবেশে যোগ দেয়ার কথা ছিল। নানা প্রতিবন্ধকতার কারণে ২০ থেকে ২৫ হাজার নেতা কর্মী আসতে পেরেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন