ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় শাহ আলম চঞ্চল(৩৫) নামের ফটোস্ট্যাট মেশিন মেকার নিহত হয়েছে। আহত হয়েছে রবিন নামের আরও একজন। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের বৈশাখী তেল পাম্পের সামনে এ দুর্ঘটনায় ঘটে। নিহত শাহ আলম চঞ্চল মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। নিহত চঞ্চল আহত রবিনের দুলাভাই।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চাপরাইল এলাকা থেকে মোটর সাইকেলে দুলাভাই চঞ্চল ও শ্যালক রবিন কোটচাঁদপুরে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়লে শাহ আলম চঞ্চলকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাকটি। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় চঞ্চল। আহত রবিনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার এস আই কাবিরুল ইসলাম বলেন, কিছুদিন পুর্বে ”ঞ্চল সড়ক দুর্ঘটনায় আহত হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন