শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এমপি পদত্যাগের মাশুল বিএনপিকে দিতে হবে

সাভারের সমাবেশে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

জাতীয় সংসদ থেকে ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সাভার আওয়ামী লীগের জনসমাবেশে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

ওবায়দুল কাদের বলেন, ঢাকায় গণসমাবেশ নিয়ে বিএনপির আস্ফালন উবে গেছে, এটা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে তাকে মুক্ত করেছে? ওবায়দুল কাদের আরো বলেন, ১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন। জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ১০ ডিসেম্বর সরকারকে ধাক্কা দিতে গিয়ে, বিএনপি নিজেরাই পিছু হটে গোলাপবাগের মাঠে ঘোড়ার ডিম পেড়েছে। বিদেশি প্রভুরা বিএনপিকে যেমন ক্ষমতায় আনতে পারবে না; তেমনি তত্ত্বাবধায়ক সরকারও আর ফিরে আসবে না। নির্বাচনে না এলে, দলটির অস্তিত্ব নষ্ট হবে বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পুলিশের ওপর হামলা করেছে। হামলা হলে কি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশ চুপ করে থাকবে? আত্মরক্ষা তো তাদেরও করতে হবে। তারেক রহমানের অর্থ পাচারে টাকা ধরা পড়েছে সিঙ্গাপুরে। দেশে এসে এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে—সুইস ব্যাংকে টাকা, দেশে দেশে বিলাসবহুল মার্কেট। বিএনপি নয়াপল্টনে ১০ তারিখের সমাবেশের অনুমতি পায়নি। অনুমতি পাওয়ার আগেই কী করেছে তারা সেখানে, প্রস্তুতি নিয়েছে। পুলিশ তল্লাশি করে কী পেলো ১৬০ বস্তা চাল, মশারি। বিএনপি আগেও দেশের বিভিন্ন বিভাগে পিকনিক পার্টি, বনভোজন করছিল। ফখরুল সাহেব কোথা থেকে আসে এত টাকা? তিনি আরো বলেন, যেই বাংলাদেশে সরকারের বিকল্প সেন্টার হাওয়া ভবন, গাজীপুরে খোয়াব ভবন হয়েছে। তিনি বলেন, এখন তারা লবিস্ট নিয়োগ করেছে। কিছুদিন আগে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। ফাঁস হয়ে গেছে। ব্রিটিশ এক আইনজীবী টবি ক্যাডম্যান আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন আমি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে র‌্যাব-পুলিশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবি করেছি। যুক্তরাষ্ট্র শুনেছে, যুক্তরাজ্য শোনেনি। স্বয়ং আল জাজিরায় এ কথা বলেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সংসদ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এতে সরকারের কিছু যায় আসে না। বিএনপি সমাবেশ করছে। শুনলাম তাদের সাতজন এমনি নাকি পদত্যাগ করবেন। পদত্যাগ করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে। তবে পদত্যাগ স্পিকারের কাছে করতে হয়, মাঠে ভাষণ দিয়ে হয় না। এগুলো বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এতে সরকারের কিছু যায় আসে না।

মাহবুবুল আলম হানিফ বলেন, আমি কয়েকদিন আগে সমাবেশে বলেছি, বিএনপি নেতারা তাদের কয়েকটা সমাবেশে কিছু লোকজন দেখে জোশে হুঁশ হারিয়ে ফেলেছে। হুঁশ হারিয়ে লাগামছাড়া কথা বলতো। এক শিশু বক্তা আছে রফিকুল ইসলাম মাদানি। এক ওয়াজে গিয়ে মাদরাসার কিছু ছেলেদের দেখে বললো সরকার মানি না, সংবিধান মানি, রাষ্ট্র মানি না। পরে পুলিশ যখন ধরে নিয়ে গেলো তখন পুলিশের হাত-পা ধরে বলে ভুল হয়ে গেছে। সামনে মানুষ দেখে বেহুঁশ হয়ে বলে ফেলেছি। বিএনপির অবস্থা কিছুটা ওরকম হয়ে ছিল। এমনও বললো ১০ তারিখের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আমি বলেছিলাম, জোশে বেহুঁশ হলে পুলিশের হাত-পা ধরা লাগবে। এখন তো দেখছেন আপনারা। গত দুদিন ধরে পুলিশের হাত-পা ধরা শুরু হয়েছে।

এর আগে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
অসমাপ্ত আত্মজীবনী ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২১ এএম says : 0
খানিক আগে বললেন তাদের জন্য সংসদ অচল হবে না, এখন বলছেন মাশুল দিতে হবে। আবার দেখছি আমেরিকা কেউ হুমকি দিতেছেন। বয়সের দোষ ধরবো নাকি উল্টা পাল্টা অভ্যাসের দোষ ধরবো...
Total Reply(0)
মাহ মুদ ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২২ এএম says : 0
সবাই বিএনপি’র সমাবেশে চলে যাওয়ার কারণে আ'লীগের সমাবেশে লোক হয়নি
Total Reply(0)
H.M. Joynal ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২২ এএম says : 0
হুমকি ধামকি দিয়ে কোন লাভ হবেনা এতো কিছু করার পরেও বিএনপির জন স্রোত ঠেকাতে পারেননি।
Total Reply(0)
Mostafa Kamal ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২২ এএম says : 0
বি এন পির জন্য এতো মায়া লাগে আওয়ামী লীগ ছেড়ে বি এন পিতে চলে আসুন
Total Reply(0)
Abdul Hakim ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২৩ এএম says : 0
বর্তমান আওয়ামীলীগ নিজেদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করে
Total Reply(0)
Saidul Ahamed ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২৩ এএম says : 0
যে ভোটের জন্য এদেশ স্বাধীন করা হয়েছিল। আজ সেই ভোটের জন্য আমাদের রক্ত দিতে হচ্ছে। আমাদের ভবিষ্যৎ কি। আমাদের সন্তানরা কোথায় বাস করবে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের মুক্তি কোন পথে।
Total Reply(0)
Akbar Liton ১১ ডিসেম্বর, ২০২২, ৮:২৪ এএম says : 0
আওয়ামিলীগ বর্তমানে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণ কে এরা ভয় পায়,বর্তমান দেশ চালাচ্ছে প্রশাসন। গনতান্ত্রিক অধিকার হরন করে বেশিদিন অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। ইনশাআল্লাহ বাংলাদেশে গনতন্ত্রের বিজয় সন্নিকটে।
Total Reply(0)
H.kabir ১১ ডিসেম্বর, ২০২২, ৯:৫৪ এএম says : 0
আওয়ামীলীগ এর চাপাবাজি আর জনগণ খায়না।
Total Reply(0)
H.kabir ১১ ডিসেম্বর, ২০২২, ৯:৫৪ এএম says : 0
আওয়ামীলীগ এর চাপাবাজি আর জনগণ খায়না।
Total Reply(0)
Md. Palash Mia ১১ ডিসেম্বর, ২০২২, ১০:২৩ এএম says : 0
বিএনপির শুভাকাক্ষীদের বলতেছি অতীত ইতিহাস বলে গণতন্ত্র তাদের হাতেই সবচেয়ে বিপন্ন হয়ে থাকে!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন