বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১১:৩৯ এএম

নিউইয়র্কে উদযাপিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও গুনীজন সম্মাননা ২০২২। গত ৯ ডিসেম্বর শুক্রবার প্রায় শতাধিক এলামনাই ও তাদের পরিবারের উপস্হিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করে তাদের প্রিয় বিদ্যাপীঠের ৫৭ তম জন্মদিবস। চবি এলামনাই এর সাধারন সম্পাদক আশিক মাহমুদের সন্চালনায় এবং এমলাক হেসেন ফয়সলের সভাপতিত্বে সভার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার ম্যাডামের পাঠানো ভিডিও বার্তা দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদশর্শন করা হয়। প্রধান অতিথি ছিলেন চবি বিজ্ঞান অনুষদের দুইবারের নির্বচিতে সাবেক ডীন ও পরিসংখ্যান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ অব: পিএসসি। আয়োজক কমিটির কনভেনর প্রফেসর সোলায়মান আগত এলামনাই ও অতিথিদেরকে স্বাগত জানিয়ে ধন্যবাদ দেন। সদস্য সচিব বদিউল আলম , প্রফেসর সিরাজ, হাবিবুর চৌধুরী, জাহাংগীর আলম বদরুল হক আজাদ, সমাজ সেবক হেলাল উদ্দীন ও কাজী মোবাশ্বর হাশেমী সহ সিনিয়র এলামনাইবৃন্দ বক্তব্য রাখেন। সকল এলামনাইদেরকে নিয়ে সভাপতি ও প্রধান অতিথি কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পর্বের সমাপ্তি ঘোষনা করেন।দ্বিতীয় পর্বে কমিউনিটিতে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য গুনীজন সম্মাননা দেয়া হয় যুক্তরাস্টের প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত শেফ খলিলুরহমান, ড. আতাউল ওসমানী, এটর্নী মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শামীমা খানম, ইকবাল হোসেন, আব্দুল হান্নান পান্না সভাপতি সন্দীপ সোসাইটি, আব্দুর রহীম, প্রফেসর আবুল কালাম আজাদ (মরোনোত্তর) ড. শওকত আলী, ড. আবুল কাসেম, কাজী ইসমাইল , সামসুল ইসলাম মজনু ও এমলাক হোসেন ফয়সল । মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্ঠানে স্হানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন