কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, স্বাস্থসেবায় কুমিল্লাকে এগিয়ে নিতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্বলিতভাবে কাজ করতে হবে। করোনার শুরুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছিল আমাদের চিকিৎসকরা। আমরা সবাই মিলে সেই সঙ্কট অতিক্রম করেছি। ঢাকার পর জেলা শহর কুমিল্লায় আমরা প্রথম পিসিআর ল্যাব স্থাপন করেছিলাম। প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর মাত্র তিনদিনের মাথায় কুমিল্লায় ল্যাব প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের চিকিৎসকরা সেই সঙ্কটে সর্ব্বোচ্চ সেবা দিয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কুমিল্লা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন, বিএমএ ও স্বাচিব এর সভাপতি ডা. বাকি আনিছ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন