নোয়াখালীর সেনবাগে ঠাণ্ডা ও ডায়রিয়া জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ জন শিশু। এদের বেশির ভাগই নিউমোনিয়া, শ^াস কষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত, যাদের বয়স দু’বছরের নিচে। এছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে কয়েক’শ শিশু। গতকাল রোববার বেলা ১১টায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে দেখা গেছে শিশুদের চিকিৎসা নিতে আসা স্বজনদের ভীড়।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস ছালাম খাঁন জানান, আক্রান্ত শিশুদের অধিকাংশের মা-বাবা ও স্বজনদের অসচেতনতা ও অবহেলাই দায়ী। শীতের শুরুতে শিশু প্রতিপালনে যথেষ্ট যত্নবান, খাবার দাবার এবং দুগ্ধপানে অতিরিক্ত সতর্কতা ও সচেতনতা অবলম্বনের পরামর্শ দিলেন তিনি। হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু) ডা. রফিকুল ইসলাম জানান, ১ ডিসেম্বর থেকে গতকাল রোববার বেলা ১২টা পর্যন্ত ৭৭ জন শিশু ঠাণ্ডা জনিত নিউমোনিয়া, শ^াস কষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। গতকাল ৩ জনসহ এ মূহুর্তে ১৫ জন শিশু ভর্তি রয়েছে, বাকীরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন