শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে - ফজলে করিম চৌধুরী এমপি

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১০:০৭ পিএম

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আজকের আধুনিক ও উন্নয়ন সমৃদ্ধ স্বপ্নের রাউজান স্বাধীনতার সুফল।আজ বিএনপি-জামাত দেশে হানাহানি ও সংঘাতের মধ্য দিয়ে অরাজকতা সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে হলে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে জয়ী করতে হবে। তাহলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে মাস ব্যাপী রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে ‘বিজয় মঞ্চ’ নামক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম এমপি এসব কথা বলেন।

এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।

রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সামাদ সিকদার।

রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহকারী কমিশন (ভূমি) রিদুয়ানুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, ভূপেষ বড়ুয়া, সরোয়ার্দি সিকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনিসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া বিজয় মঞ্চের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সভা শেষে দেশখ্যাত শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, আবৃত্তি, কবিগান, নৃতাত্বিক শিল্পীদের নৃত্য পরিবেশন।

এর পূর্বে প্রধান অতিথি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন