সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে আনার পথে ৫ কেজি রূপার গহনা আটক করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করতে সক্ষম না হলেও তিন চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থাটি।
রোববার (১১ ডিসেম্বর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাফর আলম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৭/৩৮-এস হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে পাচার করে আনা রূপার গহনা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ০৫ কেজি রূপার গহনা জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মিলন সরদারের ছেলে মো: শাওন (২৭), বাবর আলী সরদারের ছেলে মো: কাসেদ আলী (৬০) ও মৃত নুর মোহাম্মদ মোল্যার ছেলে মো: শামসুর (৪২) বিরুদ্ধে সাতক্ষীরা সদয় থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন