শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

বিএনপির এমপিদের পদত্যাগ করা ছয় আসনে উপনির্বাচন ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম | আপডেট : ৬:২২ পিএম, ১২ ডিসেম্বর, ২০২২

বিএনপির পদত্যাগ করা ছয় আসনে উপনির্বাচন হবে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় খুব একটা সময় নিতে চাইনা। সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, বৃহস্পতিবার ভোটের দিন তারিখ ঠিক করতে বৈঠক করবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় না থাকায় এর আগে এনিয়ে আলোচনার সুযোগ নেই।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, গেজেট প্রাপ্তির পর ৯০ দিন পর্যন্ত ভোট আয়োজনের সময় থাকে। নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। আলোচনা সাপেক্ষে সিসি ক্যামেরা বসানো হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। বলেন, নির্বাচনে রেফারির ভূমিকা পালন করে ইসি। তফসিলের আগে রাজনৈতিক উত্তাপ নিয়ে ইসির কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন