বিএনপির পদত্যাগ করা ছয় আসনে উপনির্বাচন হবে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় খুব একটা সময় নিতে চাইনা। সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোটের দিন তারিখ ঠিক করতে বৈঠক করবে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় না থাকায় এর আগে এনিয়ে আলোচনার সুযোগ নেই।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, গেজেট প্রাপ্তির পর ৯০ দিন পর্যন্ত ভোট আয়োজনের সময় থাকে। নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। আলোচনা সাপেক্ষে সিসি ক্যামেরা বসানো হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। বলেন, নির্বাচনে রেফারির ভূমিকা পালন করে ইসি। তফসিলের আগে রাজনৈতিক উত্তাপ নিয়ে ইসির কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন