রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

কন্যা শিশুর যত্ন নিতে হবে

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আজকের কন্যা শিশু আগামী দিনের নারী। আর একজন নারী সকল ক্ষেত্রে পরিবার, সমাজ, রাষ্ট্রকে আলোকিত করে তোলে। কিন্তু পরিবার ও পরিবারের বাইরে কন্যা শিশুদের প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। এই যেমন চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। প্রায় প্রতিদিন খবরের কাগজে আমরা এমন অমানবিক একাধিক কন্যা শিশু নির্যাতন ও হত্যার ঘটনা প্রকাশ হতে দেখি। শিশুর প্রতি এমন ভয়ানক নিষ্ঠুরতা মোটেই কাম্য নয়। শিশুরা বাবা-মা ও পরিবারের সদস্যরা মাঝে বেড়ে ওঠে। কিন্তু পরিতাপর বিষয় হলো, বাবা-মা ও পরিবারের সদস্যরা এতটাই ব্যস্ত থাকেন, শিশুর যত্ন ও বেড়ে ওঠার ক্ষেত্রে বেশি সময় দেয়া সম্ভব হয়ে উঠছে না। ফলে অনেক শিশুর যথাযথ বৃদ্ধি ঘটছে না, শারীরিকভাবে বেড়ে উঠলেও মানসিক বৃদ্ধির অপূর্ণতা থেকে যাচ্ছে। কন্যা শিশুকে এমন ভয়াবহতা থেকে বাঁচাতে হলে বাবা-মা ও পরিবারে সদস্যদের শিশুর প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠানের নেতিবাচক দিক এড়িয়ে চলতে হবে। আইনের সঠিক প্রয়োগের পাশপাশি সামাজিক রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কন্যা শিশুকে নিরাপত্তাহীনতার মধ্যে রেখে কখনোই একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠতে পারে না। তাই কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে কন্যা শিশুর প্রতি যত্নবান হতে হবে এবং কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে। তাহলে আজকের কন্যা শিশু আগামী দিনের একজন মহিয়সী নারী ও আদর্শ মা এবং আলোকবর্তিকা হিসেবে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারবে।

এস আলী দুর্জয়
শিক্ষার্থী, রাজশাহী কলেজ, রাজশাহী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন