শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পদত্যাগী বিএনপি এমপিদের নেয়া সুযোগ-সুবিধার তথ্য চেয়ে নোটিশ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

জাতীয় সংসদ থেকে পদত্যাগকারী বিএনপি’র ৭ এমপি’র নেয়া সুযোগ-সুবিধার তথ্য চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল সোমবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ নোটিশ দেন। সংসদ সচিবালযের সচিব,অর্থ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নোটিশের ‘প্রাপক’ করা হয়। প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে তথ্য না পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয় নোটিশে। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকার বিভাগীয় গণসমাবেশে বিএনপির ৭ এমপি পদত্যাগের ঘোষণা দেন। তাদের মধ্যে ৫ এমপি গত রোববার জাতীয় সংসদের স্পিকারের কাছে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগী এমপিরা হলেন, আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও ব্যারিস্টার রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্র গ্রহণ করে তাদের আসন শূন্য ঘোষণা করেন। এর পরপরই পাঠানো হয় লিগ্যাল নোটিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন