শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৬:২০ পিএম

পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দূর্নীতি চরম আকার ধারণ করেছে। দূর্নীতিবাজরা আঙ্গুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদেও সহায়তার ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দূর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিণত হয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষে ২০২১ সেশন এর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি জাবের হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আল আমিন নির্বাচিত হয়েছেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা (উত্তর) শাখার সভাপতি মুহাম্মদ জাবের হুসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা শেহাব উদ্দিন কাসেমী, সেক্রেটারী মুহাম্মাদ মনিরুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আল আমিন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদেও জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের উপদেষ্টা আলাউদ্দিন শেখ, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি নজরুল আহসানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন