‘শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই ’ এ সেøাগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী ১২ দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করেছে। আজ ১৪ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত টঙ্গী সরকার কলেজ মাঠে এ বিজয় মেলা অনুষ্ঠিত হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি অ্যাড. শওকত আলীর সভাপতিত্বে আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। বিজয় মেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শেকানুল ইসলাম শাহী জানান, বাঙালি সংস্কৃতির প্রসার ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে প্রতিবারের ন্যায় এবারও প্রতিদিন বিজয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশ বরেণ্য ব্যক্তিদের অংশ গ্রহণে বিষয় ভিক্তক আলোচনা অনুষ্ঠিত হবে।
মেলার সমাপনী দিন ২৫ ডিসেম্বর প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সভাপতিত্বে ১৬ ডিসেম্বর মেলা মঞ্চে প্রধান অতিথি হিসেবে থাকবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। ১৯ ডিসেম্বর জহিরুল আলম বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আজমত উল্লা খান। ২০ ডিসেম্বর প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া।
বিজয় মঞ্চে প্রতিদিন বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে জোটভুক্ত সংগঠনগুলো নাটক, আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন