শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গুইমারায় সড়ক দুর্ঘটনায় ১১জন আহত

মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ৩:৪৫ পিএম

মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা : পার্বত্য খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ১১ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার গুইমারার বুদংপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহন বুদংপাড়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

ঘটনার পর পরই সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির জওয়ানরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও আশঙ্কাজনক অবস্থায় মো. আব্দুল গনি (৫৪) নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. জোবায়েরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন