ক্রসবাইট এক ধরনের ম্যাল অকলুশন অর্থাৎ উপরের দাঁত ও নিচের দাঁতের কামড়ের অসামঞ্জস্যতা। স্বাভাবিক অবস্থায় উপরের চোয়ালের দাঁত নিচের চোয়ালের দাঁতের চেয়ে একটু বাইরের দিকে থাকে। কিন্তু ক্রসবাইটের ক্ষেত্রে উপরের দাঁত আর নিচের দাঁত কামড় দিলে উপরের দাঁত নিচের দাঁতের ভিতরে থাকে। পিছনের দিকে উপরের দাঁত নিচের দাঁতের বাক্কালি বা গালের দিকে অবস্থান করে থাকে। এক্ষেত্রে যদি নিচের দাঁতের অবস্থান উপরের দাঁতের বাক্কালি বা গালের দিকে থাকে তাহলে এ অবস্থাটি ও ক্রসবাইট হিসেবে চিহ্নিত হবে।
ক্রসবাইটের কারণ : সাধারণত জেনেটিক কারণে ক্রসবাইট হয়ে থাকে। কিন্তু চোয়াল এবং দাঁতের অস্বাভাবিক গঠনের কারণে ক্রসবাইট হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদি আঙ্গুল চোষা বা ট্যাং থ্রাশের কারণেও ক্রসবাইট হতে পারে।
ক্রসবাইটের কারণে সমস্যা
ক্রসবাইট যথাসময়ে সংশোধন না করলে শ্বাস নেয়ার জন্য নাকের স্থান সরু হয়ে যেতে পারে। ফলে পরবর্তীতে শ্বাস নেয়ায় সমস্যা হতে পারে। ক্রসবাইটের ক্ষেত্রে অনেক সময় রোগী বুঝতে পারে না যে তার ক্রসবাইট রয়েছে। ক্রসবাইটের সমস্যার কারণে গালে কামড় পড়তে পারে যা থেকে ক্রমান্বয়ে মুখের আলসার দেখা যেতে পারে। এক্ষেত্রে ক্রসবাইটের চিকিৎসা না করে মুখের আলসারের চিকিৎসা করে কোন লাভ হবে না। আলসারটি ভালো হয়ে যাওয়ার পরেও আবার আলসার হতে পারে। ক্রসবাইট থাকলে স্বাভাবিকভাবেই একজন মানুষকে দেখতে খারাপ লাগতে পারে।
টেম্পেরোম্যান্ডিবুলার জয়েন্টে সমস্যা হতে পারে। ক্রসবাইট থাকলে খাদ্রদ্রব্য চিবাতে সমস্যার কারণে হজমে সমস্যা হতে পারে। এতে করে অপুষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই আজই নিশ্চিত হয়ে নিন আপনার উপরের দাঁত ও নিচের দাঁতের কামড়ের অবস্থান সঠিক কিনা?
ষ ডা. মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭
ই- মেইল : dr. faruqu@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন