খুলনার পাইকগাছা উপজেলায় একটি মসজিদের ছাদ থেকে অস্ত্র, বোমা, গুলি ও জিহাদী বই উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল উত্তরপাড়া জামে মসজিদের দোতলার ছাদ থেকে দুটি দেশী পাইপগান, ৮টি হাত বোমা, ২ রাউন্ড গুলি ও কয়েকটি জিহাদী বই উদ্ধার করে পুলিশ। ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। ওসি জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র, বোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এগুলো কারা রেখেছে এবং কেন রেখেছে সেসব বিষয় উদঘাটন করাসহ এর সাথে যারা জড়িত রয়েছে, দ্রুত তাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন