রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

সেশনজটের কবলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মূলত সরকারি বিশ্ববিদ্যালয়ের একটি অংশ নিয়ে ২০২০-২১ শিক্ষা বর্ষে গঠিত সমন্বিত ২০ বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা। এর কার্যক্রম শুরু করেন তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভিসি। নানা জল্পনা কল্পনা শেষে শেষ পর্যন্ত গত শিক্ষা বর্ষে ভর্তি কার্যক্রম শেষ করে গুচ্ছ কমিটি। ২০২০-২১ সেশনের গল্প না শুনে আমরা ২১-২২ সেশনের সমীকরণ মিলিয়ে দেখি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সেশনজট আছে কি না? কারাই বা নেতৃত্বে দিচ্ছেন এ সেশন জটের? ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবি, রাবি, চবি, বিইউপিসহ গুচ্ছের বাহিরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা চলমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানী ঢাকার সরকারি সাত কলেজেও ক্লাস চলছে, ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে। আগামী মে মাসেই সাত কলেজে স্নাতক ১ম বর্ষ ফাইনাল পরীক্ষা হবে। পিছিয়ে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সেখানেও নিয়মিত চলছে ক্লাস। কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এখনও তারা তাদের মেধাতালিকা প্রস্তুত নিয়ে ব্যস্ত সময় পার করছে। শিক্ষার্থী না পেয়ে তাদের বার বার মেধাতালিকা তৈরি করতে হচ্ছে। গত বছর এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পায়নি জবির মতো শিক্ষা প্রতিষ্ঠান। তাছাড়াও অধিকাংশ বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে অবস্থিত হওয়ায় কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে নিয়ন্ত্রণ করাটাও সেশনজট সৃষ্টির অন্যতম কারণ। তাছাড়া অনেক বিশ্ববিদ্যালয় নতুন হওয়ায় অবকাঠামোগত অবস্থা ভালো নেই। শুধু অবকাঠামোই নয়, নানা সংকট বিরাজমান গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে। তাই এ অবস্থা থেকে উত্তরণের পথ অবশ্যই খুঁজে বের করতে হবে সংশ্লিষ্টদের।

নূরনবী হাসান সাগর
শিক্ষার্থী ও বিতার্কিক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন