বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মির্জাপুরে আর্জেন্টিনার জয়ে ব্রাজিল সমর্থকের বিষপানে আত্মহত্যার চেষ্টা

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে আর্জেন্টিনার জয়ে অনিক মিয়া (১৫) ব্রাজিল সমর্থক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অনিক উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে বানাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

অনিকের বাবা জাহাঙ্গীর হোসেন জানান, বিষপানে পানের পর তিনি জানতে পারেন চলতি বিশ্বকাপ ফুটবল খেলায় অনিক ব্রাজিলের সমর্থক ছিল। ব্রাজিলের পরাজয়ে তার মন খারাপ ছিল। মঙ্গলবার রাতে তার নানার বাড়ি পার্শ্ববর্তী কান্দাপাড়া গ্রামে বন্ধুদের সঙ্গে মিলে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের খেলা দেখে। ব্রাজিলের সমর্থক অনিক এই খেলায় আর্জেন্টিনার বিপক্ষে অবস্থান নেয়। কিন্ত খেলায় আর্জেন্টিনা ৩-০ খোলে জয়ী হওয়ায় মানসিকভাবে খুবই কষ্ট পায়।

রাতে খেলা দেখে বাড়িতে এসে সকলের অজান্তে কীটনাশক পান করে। কিছুক্ষণ পর তার ঘুংড়ানোর শব্দ পেয়ে তিনি দেখেন অনিক ঘরের মেঝেতে পড়ে রয়েছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পরে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

কুমুদিনী হাসপাতালের নীচ তলায় মেডিসিন ওয়ার্ডের ৩ নম্বর বিছানায় চিকিৎসাধীন অনিকের সঙ্গে বিষপানের বিষয়ে জানতে চাইলে জানায় পারিবারিক সমস্যার কারণে সে বিষপান করেছেন।
কুমুদিনী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক তাহেরা বেগম জানান, কীটনাশক পান করে ভোর ৬ টার দিকে ছেলেটি ভর্তি হয়েছিল। বর্তমানে তার অবস্থা বিপদমুক্ত বলে তিনি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Maruf Hasan ১৪ ডিসেম্বর, ২০২২, ১০:১৩ পিএম says : 0
এই রকম কোন ঘটনা ভাবখন্ড গ্রামে ঘটে নাই। এটি সম্পুর্ন গুজব। আর যদি ঘটনার সত্যতা থেকে থাকে তাহলে দয়া করে সঠিক ঠিকানা ও তথ্য নিয়ে প্রচার করার অনুরোধ রইলো। কারণ এটি একটি গ্রামের মানসম্মানের বিষয় এ নিয়ে আমাদের গ্রামে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
Total Reply(0)
Maruf Hasan ১৪ ডিসেম্বর, ২০২২, ১০:১৩ পিএম says : 0
এই রকম কোন ঘটনা ভাবখন্ড গ্রামে ঘটে নাই। এটি সম্পুর্ন গুজব। আর যদি ঘটনার সত্যতা থেকে থাকে তাহলে দয়া করে সঠিক ঠিকানা ও তথ্য নিয়ে প্রচার করার অনুরোধ রইলো। কারণ এটি একটি গ্রামের মানসম্মানের বিষয় এ নিয়ে আমাদের গ্রামে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন