শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতপুরে অবৈধ ইটভাটায় অভিযান

২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে এবিসি নামে অবৈধ এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার বিকেল ৩টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল আলম ও বিএনপি নেতা আব্দুল সালামের অনুমোদনহীন এবিসি নামের অবৈধ ওই ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নারানপুর গ্রামে দৌলতপুর বিএনপি নেতা আব্দুল সালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল আলমের এবিসি নামে অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়ানো হচ্ছে এমন অভিযোগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬(১৬) ধারায় ইটভাটা মালিকদের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ইটভাটা মালিক আবদুস সালাম ও জহুরুল আলমকে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার না করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন