বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোবিপ্রবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ সভা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নোবিপ্রবি সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ভিসি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। নোবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির প্রো-ভিসি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জনাব সৈয়দ তাহসিনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি এপিএ টিম লিডার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশসহ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার। নোবিপ্রবির ভিসি বলেন, ‘বিবেক এবং মূল্যবোধের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সকলকে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করতে হবে। মূল্যবোধ বজায় রেখে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এক্ষেত্রে নোবিপ্রবিতেও অত্যন্ত সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন