বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে তিন দিনের তাবলীগ জামাতের ইজতেমা শুরু

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কক্সবাজারে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা আজ থেকে শুরু হচ্ছে। লিংক রোড আলবয়ান ইনস্টিটিউটের পার্শ্ববর্তী মাঠে আজ ফজর নামাজের পর মরহুম মাওলানা মোজাম্মেল হক (র.) এর সন্তান মাওলানা আনাস সাহেবের বয়ানের মাধ্যমে শুরু হবে এই ইজতেমা। আগামীকাল শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।
ইজতেমার সমন্বয়কারী জনাব মুনির হোসেন জানান, ৭টি দেশের বিদেশি প্রতিনিধি জামাতসহ দুই লক্ষাধিক মুসল্লি এবং ওলামায়ে কেরাম এই ইজতেমায় অংশ গ্রহণ করবেন। গতকাল কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ইজতেমার প্যান্ডেল পরিদর্শন করে মোনাজাতে অংশ গ্রহণ করেন। ইতোমধ্যে শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারতের বুম্বে, কর্ণাটক ও সউদী আরব থেকে বিদেশি জামাত ইজতেমায় অংশ গ্রহণ করছেন বলে জানান আয়োজকরা। ইজতমায় কাকরাইল কেন্দ্রীয় মসজিদের ওলামায়ে কেরামদের জামাত ও বিদেশি মেহমানরা বয়ান করবেন বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন