গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মো. আবদুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মো. আজিজের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শরিফ জানান, নিহত যুবক মোটরসাইকেলে বাঘের বাজারের দিকে যাচ্ছিল।
অজ্ঞাত গাড়ি তাকে পেছন থেকে চাপা দিল ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটি আটক করা যায়নি। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন