নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র চট্টলবীর মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড ও দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের নামকরণের দাবি জানিয়েছেন সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। টানা তিনবারের মেয়র মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার এ দাবি জানান তিনি।
মনজুর আলম বলেন, মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে আয়োজিত সমাবেশ থেকে পাঁচটি দাবি উত্থাপন করেছিলাম। তার একটিও বাস্তবায়ন হয়নি। আবদুল হাকিম মাইজভান্ডারী মাজার প্রাঙ্গণে মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম মনজুর আলম। মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাকের হোসেন, মাওলানা ফরিদুল আলম রেজভী, মাওলানা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন