শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেনীতে অস্ত্রসহ আটক এক

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফেনীতে অস্ত্রসহ মো. এয়াছিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের ফলেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এয়াছিন ফলেশ্বর এলাকায় একটি মোটর গ্যারেজের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে সংবাদে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৭ ও সিপিসি-১ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে জানায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এয়াছিনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন