মহান বিজয় দিবস উপলক্ষে ৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন সাবেক সিটি মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে ২শ’ দুঃস্থের শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন এবং প্রীতি ফুটবল ম্যাচ। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক মেয়র এম মনজুর আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ফারুক আযম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, এইচএম স্টীলের ইডি সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ সামসুদ্দোহা, উত্তর কাট্টলী শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নাবিদ আবদুল্লাহ মনজুর। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন চৌধুরী ও মো. মজনু মিয়া তাদের অনুভূতি ব্যক্ত করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন