শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনাকে পদত্যাগ করাতে এসে নিজেরাই পদত্যাগ করল

আনোয়ারায় ভূমিমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

 ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বিএনপি-জামায়াত স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ইতিহাসে মিথ্যাচার ও বিকৃতি করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু তারা এতে তেমন একটা সুবিধা করতে পারেনি। এরপর ১০ ডিসেম্বরে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করাবে কিন্তু এখন দেখা গেল তারা নিজেরাই পদত্যাগ করে চলে গেছে। আন্দোলন সংগ্রামের ভয় দেখিয়ে লাভ নেই। আল্লাহর রহমত আমাদের সাথে আছে।
তিনি বলেন, বিএনপির শাসনামলে সংখ্যালগুরা বাড়িঘরে থাকতে পারেনি। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, আনোয়ারায় মন্দির ভেঙে দিয়েছিল, আজ মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতি আমরা বিশ্বাস করিনা। এদেশের স্বাধীনতা যুদ্ধে সবার অংশগ্রহণ ছিল। তিনি আরো বলেন, ব্যাংক নিয়েও গুজব ছড়ানো হচ্ছে, রির্জাভ নিয়ে প্রলাপ বকছে। কোন ভয় নেই আপনারা ব্যাংকেই টাকা রাখবেন। গত শুক্রবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিঃ (কাফকো) আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে কাফকো হাউজিং মাঠে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সব কথা বলেন।
কাফকো সিবিএর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাফকের চীফ ফাইন্যান্স অফিসার হাবিবুল্লাহ মনজু, চীফ অপারেশন অফিসার মোহাম্মদ আমির খুররম, সিবিএর সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
সিবিএর যুগ্ন সম্পাদক মো. মহসিন ও মোবারক হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন