মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ ও সদস্য সচিব আখতার হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম এর বাড়িতে গেলেন তাদের পরিবারের ঘোঁজ খবর নিতে অন্যান্য নেতারা। বি এন পি নেতারা জানান, গত ১২ ডিসেম্বর গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে মাগুরা পুলিশ গ্রেফতার করে গায়েবি মামলার আসামী করে জেল হাজতে পাঠায়। দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচিকে সামনে রেখে পুলিশ এ গ্রেফতার অভিযান চালায়। মাগুরা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর শনিবার আটক নেতাদের পরিবারের খোঁজ নিতে নেতা কর্মীদের সাথে নিয়ে তাদের বাড়িতে যান। এ সময় তার সাথে ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, বিএনপি নেতা মাহবুবুল আলম টিপু, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, জেলা যুব দলের সা্রধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাবুবআলী মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, জেলা যুব দলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক সবির হোসেন প্রমুখ। এ সময় নেতারা গ্রেফতারকৃত অসুস্থ নেতাদের অবিলম্বে এ মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন