ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের চৌকিপাড়া গ্রামে মল্লিকা আক্তার(২৭)নামে এক গৃহবধূ বিষপানের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেছেন।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গৃহবধূ উপজেলার বালিখাঁ ইউনিয়নের চৌকিপাড়া গ্রামের মোঃ নূরুল ইসলামের পুত্র আবু সাঈদের স্ত্রী।
জানা গেছে, গৃহবধূ মল্লিকা আক্তার (২৭)গত শুক্রবার নিজ বাড়িতে বিষপান করেন। বিষপানের পর অসুস্থ অবস্থায় গৃহবধূর শাশুড়ি মোছাঃ অতুলা বেগম(৬৫) বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মৃত্যূবরণ করেন ঐ গৃহবধূ।
উল্লেখ্য যে,আত্নহননকারী গৃহবধূর স্বামী আবু সাঈদ কাজের উদ্দেশ্যে চট্রগ্রামে অবস্থান করায় বাড়িতে মেয়ে মোহনা আক্তার(৪)কে নিয়ে বসবাস করতেন এই গৃহবধূ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূর লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিলো।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন