চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘ ১০ বছর পর রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৯ ডিসেম্বর) র্যাব-২ এর সদর দফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল লোক। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন মো. নূরে আলম ওরফে লিমন। তিনি ওই মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, প্রাথমিকজিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন