রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আজ সোমবার সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের লেংটিছিড়া ব্রিজ এলাকায় রংপুর-দিনাজপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। তারা হলেন সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লা। নিহত অপর ২ জনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের লেংটিছিড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন মারা যান। আহত হন কমপক্ষে ৮ জন। তাদের দ্রুত স্থানীয় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন