চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, পটুয়াখালীতে পৃথক ছয়টি দুর্ঘটনায় ছাত্রসহ ৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। সোমবার দিনগত রাত ও গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো সংঘঠিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
ময়মনসিংহ ব্যুরো জানায়, ময়মনসিংহে বালুভর্তি ড্রাম ট্রাকের সাথে বেপরোয়া যাত্রীবাহী সিএনজিতে ধাক্কায় ট্রাক চালকসহ ১০ শ্রমিক আহত হয়েছে। গত সোমবার রাত ৯টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালি তিন রাস্তার মোড় এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার ও রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের নাম মো. আলাউদ্দিন ও আলী আকবর। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হারুন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন চরপোড়াগাছা ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে ও অপর নিহত আকবর চরআলগী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় সবজি বোঝাই দ্রুতগতির ট্রাকের ধাক্কায় লিয়াকত আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত নয়টায় সদর উপজেলার দৌলাতদিয়াড় পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত. জুমরাত শেখের ছেলে।
রাঙ্গাবালী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তাল গাছের সাথে ধাক্কায় জাহিদ গাজী নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহত ব্যক্তি গাববুনিয়া গ্রামের জসিম গাজীর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের চাপায় আব্দুল আজিজ নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর যাত্রী মোশারফ হোসেন নামে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ি উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. আজিজ মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। আহত মোশারফ একই ইউনিয়ের চাকণ্ড গ্রামের মজিবর রহমানের ছেলে।
চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বনানী গর্জন বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২। নিহত তরুণের নাম মুহাম্মদ পারভেজ। তিনি দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা গ্রামের আলী আহমদের ছেলে। পরিবারের সদস্যরা বলেন, পারভেজ পাসপোর্ট তৈরির কাগজপত্র জমা দিতে চট্টগ্রাম নগরীর পাসপোর্ট কার্যালয়ে যাচ্ছিলেন। আহত ব্যক্তিরা হলেন মুহাম্মদ সোহেল ও মুহাম্মদ মিলন। তারা একই ইউনিয়নের বাসিন্দা।
নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় পণ্যবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার মান্নানগর চৌরাস্তা এলাকায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফ খান ওরফে জয়। তিনি সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চর মহিউদ্দিনের বাসিন্দা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন