শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জলঢাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৭ জনের জেল

নীলফামারী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদীর ব্রীজ সংলগ্ন ঘাটেরপাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ ব্যক্তিকে সাতদিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহন কাজে ব্যবহৃত বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম, আতাউর রহমান, রফিকুল ইসলাম, আনারুল, মিলন, মাহবুবার রহমান ও ট্রলির মালিক জাহাঙ্গীর আলম। আটককৃতদের সকলের বাড়ী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে এবং ড্রাইভার ও গাড়ীর মালিকের বাড়ী ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী ও চাপানী ইউনিয়নে। স্থানীয়রা জানায়, উপজেলার গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকায় ব্রীজের নিচ বুড়িতিস্তা নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে জিন্নাতুল ইসলাম জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে বিনশ্রম সাজা দেয়া হয়েছে। আটককৃত ট্রলির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন