কুড়িগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়, প্লেটের নামে হয়রানি বন্ধ ও বিআরটিএ কর্তৃক রোড পারমিটসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে রিক্সা, বাটারিচালিত রিক্সা ভ্যান ইজিচালক সংগ্রাম পরিষদ।
গত মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) -এর কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, জেলা সমন্বয়ক ফুলবার রহমান, জেলা কমিটির সভাপতি গোলজার রহমান, ইজিবাইক সংগ্রাম পরিষদের সহ-সাংগাঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন