শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটি টাকার হেরোইনসহ

গ্রেফতার ২

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

গত সোমবার বিকালে নাটোর জেলার সদর থানাধীন নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠের সামনে অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃতরা হলো নাটোর পৌরসভার উত্তর বড়গাছা এলাকার নজরুল ইসলামের ছেলে মো. মোস্তাকিম হোসেন মুন্না, দক্ষিণ বড়গাছা মৃত সেকান্দার আলী ছেলে মো. শাহাদাৎ আলী । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার বিএন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সিপিএসসি, সিরাজগঞ্জ মো. আবুল হাশেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন