কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের মোড়েশ্বর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের পুত্রবধূর হাত-পা বেঁধে নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় মোড়েশ্বর গ্রামে নেতা সিরাজের বাড়ীতে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম বলেন, তার ছেলে মহিনের স্ত্রী বিউটি আক্তার ছোট দুই নাতীকে নিয়ে ঘরে থাকে। দুই চোর তাকে মারধর করে হাত পা, মুখ বেঁধে গলায় বটি ধরে আলমারির চাবি নিয়ে সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা, কাপড়-চোপড় নিয়ে যায়। এদের মধ্যে একজনের আর্জেন্টিনার জার্সি ও সকলে মুখোশ পরিহিত ছিল। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন