কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেয়ায় ফার্মেসির মালিকের উপর সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বিভা ফার্মেসির স্বত্বাধিকারী সাংবাদিক মাহবুব আফাজ। গত সোমবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারিপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে লিটনসহ আরো ২/৩জন ফার্মেসিতে এসে ঘুমের ওষুধ চাইলে তিনি চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে বললে লিটন ক্ষিপ্ত হয়ে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দাবি করতে থাকে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে অস্বীকৃতি জানালে লিটন ও তার সঙ্গীরা মাহবুবকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজসহ তার উপর চড়াও হয়। একপর্যায়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করে আহত করে। এসময় বিভা ফার্মেসিতে ভাঙচুর করা হয়। ফার্মেসিতে উপস্থিত মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভসহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে লিটন ও তার সঙ্গীরা তাকে বিভিন্ন হুমকি দিয়ে পালিয়ে যায়। মাহবুবকে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন