নাটোরের লালপুর উপজেলার ভাটাপাড়া গ্রামে ৩০ লাখ ৮ হাজার ৫শ ৮৬ টাকা ব্যায়ে এমদাদুলের বাড়ি হইতে বায়তুন নুর জামে মসজিদ পর্যন্ত ৪শ মিটার কাঁচা রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর ) দুপুরে রাস্তা পাঁকা করন কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় রাস্তার কাজটি বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লালপুর।
ভাটাপাড়া গ্রামবাসীর আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস্কেন্দোর মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, আওয়ামী লীগ নেতা কারুজ্জামান লাভলু, রোকুনুল ইসলাম লুলু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন