সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

আইএস’র কর্মকান্ডের সাথে জরিত থাকার অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশী যুবকের ১৩ বছর জেল

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে: | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

আইএস’র কর্মকান্ডের সাথে জরিত থাকার অভিযোগে নিউইয়র্কে এক বাংলাদেশী যুবকের ১৩ বছর জেল হয়েছে। নিউইয়র্কে একটি ফেডারেল আদালত মঙ্গলবার (২০ ডিসেম্বর) এই রায় দেন। অভিযুক্ত যুবকের নাম আহমেদ পারভেজ। তার পিতার নাম আব্দুল হাননান। সে পরিবারের সাথে নিউইয়র্ক সিটির ওজনপার্কের ৯৭ স্ট্রীট ১০১ এভিনিউ এলাকায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী বলে জানা গেছে।

আইএস’র সাথে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত আহমেদ পারভেজকে এফবিআই দীর্ঘদিন ধরে নজরে রাখছিলো। ২০১৭ সালে সৌদী আরব সফরকালে এফবিআই তাকে সেখানেও নজরদারীতে রাখে এবং আহমেদ পারভেজ সড়ক পড়ে মদিনা থেকে সিরিয়া যাওয়ার পথে এফবিআই’র সদস্যরা তাকে আটক করে। আটকের পর আহমেদ পারভেজকে এক সপ্তাহ পর সৌদী আরব থেকে যুক্তরাষ্ট্র ফেরৎ নিয়ে আসে। এতোদিন সে আটক ছিলো এবং মঙ্গলবার তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে ফেডারেল আদালত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন