কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উলিপুর উপজেলার তবকপুরে অবস্থিত এসএফবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা সম্পুর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধ ও পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন