শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নীলফামারীতে জামায়াতের নায়েবে আমীরসহ ৮ জন আটক

নীলফামারী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নীলফামারীর সদর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও ইউনিয়ন আমীরসহ মোট ৮ জন নেতাকর্মীকে আটক করেছে নীলফামারী পুলিশ।

আটককৃতরা হলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

গতকাল শুক্রবার ভোর রাত ৩টায় উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। সংগঠনটির জেলা অন্য আরেক নায়েবে আমীর গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে বলেন, সদর উপজেলা কুখাপাড়া গ্রাম থেকে ড. খায়রুল আনাম এবং উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী এলাকা হতে ৬ জনকে রাত ২.৩০ মি. থেকে ৩টার দিকে গ্রেফতার করেন পুলিশ। আটকৃতদের মধ্যে অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন