চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে তিন বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড় টায় চাতরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তুতীর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থরা হল স্থানীয় আবদুল হাকিম, মুহাম্মদ আকিব ও মুহাম্মদ রুবেলের বসত ঘর। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী মো. জাহেদ বলেন, মুহাম্মদ আকিবের রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে, আগুন লাগার ঘন্টাখানেকের মধ্যেই তিনটি ঘর পুড়ে যায়। আগুনে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা কারা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন