পাবনার চাটমোহর উপজেলার ৮টি ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে খড়ি। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ভাটা মালিকরা কোন কিছুর তোয়াক্কা না করে দেদারছে কাঠ পোড়াচ্ছেন। এদিকে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা, কাঠ পোড়ানো ও পরিবেশ দূষণ করার দায়ে মোবাইল কোর্টের অভিযানে ২টি ইটভাটা থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে ট্রিপল এ ইটভাটায় ও হরিপুর ইউনিয়নের সিটিবি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে সরেজমিনে দেখা যায়, চাটমোহরের বওশাঘাট এলাকার হাজী ব্রিকস ফিল্ডে শত শত মণ কাঠ সাজানো। কয়লার পরিবর্তে ইটভাটায় গাছের কাঠ-গুড়ি পোড়ানো হচ্ছে। বর্তমানে এসব ভাটার ট্রেড লাইসেন্স বা ইউনিয়ন পরিষদের কোন ছাড়পত্র নেই, নেই পরিবেশ অধিদপ্তরের বা কৃষি বিভাগের ছাড়পত্র বা অনুমোদন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন