দিনাজপুরের বিরলে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামী ফজলুর রহমান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আসামী ফজলুর উপজেলার শহরগ্রাম ইউপি’র আকরগ্রামের আব্দুল বাছেদের ছেলে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, পলাতক আসামী ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলার মোট ১৮ টি ওয়ারেন্ট আছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা ৩টি, সিআর ১৪টি এবং জিআর ১টি। এছাড়াও দিনাজপুর কতোয়ালী থানায় ১টি সাজা এবং ৩টি সাধারণ ওয়ারেন্ট মুলতবী আছে। ফজলুর প্রায় ৮/১০ বছর যাবৎ পলাতক ছিলো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে গত শুক্রবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন