পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন এর গায়েবানা জানাজা আজ রোববার বিকেলে খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, ইবাদুল হক রুবায়েত, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, ফরিদ মোল্লা প্রমুখ।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় রাজপথে রক্ত কখনো বৃথা যায় না। আব্দুর রশিদ আরেফিনসহ অসংখ্য শহীদদের রক্ত বেয়ে দেশে গনতন্ত্র, মানুষের অধিকার ফিরে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন