বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ার দুটি সংসদীয় আসনের উপনির্বাচন ১ ফেব্রুয়ারী।। প্রার্থীদের তৎপরতা শুরু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৫:৩০ পিএম

বিএনপির নির্বাচিত দু'জন সংসদ সদস্যের পদত্যাগ জনিত কারনে বগুড়া সদর (৬)এবং কাহালু- নন্দীগ্রাম (৪) সংসদীয় আসনে উপ-নির্বাচন হবে১ ফেব্রুয়ারী। ইতোমধ্যেই এই দুটি
আসনে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা।
বগুড়া জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,
ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল মান্নান আকন্দ ও সৈয়দ কবীর আহম্মেদ মিঠু নামে দু'জনের পক্ষ থেকে মনোনয়ন তোলা হয়েছে।
দুজনই পরিবহন সেক্টরের লোক।
আব্দুল মান্নান আকন্দ বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি এবং কবীর আহম্মেদ মিঠু বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
গনফ্রন্ট নামের একটি সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন তুলেছেন তুলেছেন আফজাল হোসেন নামের এক ব্যক্তি।
জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান,
বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচনী গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এছাড়া ৮
জানুয়ারি বাছাই এবং১৫ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১ ফেব্রুয়ারি ভোট গ্রহন।
তিনি আরও জানান, বগুড়ার দুটি সংসদীয় আসনের উপ- নির্বাচনে এবার ইভিএমে ভোট
গ্রহন করা হবে।
বগুড়া জেলা বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলে তারা বগুড়ার এই দু'টি আসনের উপ - নির্বাচন তারা প্রতিহত করবে কি না জানতে চাইলে তারা নিরুত্তর থাকেন।
এছাড়া বিএনপির কোন নেতা যদি এই নির্বাচনে
অংশ নেয় তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানায় বিএনপি সুত্র।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন সিনিয়র নেতা ঢাকায় অবস্থান করে মনোনয়নের জন্য
তদ্বির করছেন বলে তথ্য পাওয়া গেছে।
তবে ধারণা করা হচ্ছে বগুড়ার দুটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ১৪ দলীয় জোটের ব্যানারে হবে।
সেই হিসেবে বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের সাবেক এমপি ও সংসদের বিরোধী দলের সাবেক হুইপ নুরুল ইসলাম ওমরের বগুড়া সদর
সংসদীয় আসনে ১৪ দলের মনোনয়ন লাভের
সম্ভাবনা উজ্জ্বল।
অন্যদিকে কাহালু -নন্দীগ্রাম আসনের সাবেক এমপি ও জাসদ বগুড়া জেলা কমিটির সভাপতি
রেজাউল করিম তানসেনও পেতে পারেন ১৪ দল তথা মহাজোটের মনোনয়ন বলে শোনা যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন