খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় এক কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে হরিণটানা বাইপাস এলাকার এ আর প্রোপার্টিজ নামক আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আব্দুল্লাহ জমাদ্দার লবণচরা মোহাম্মদনগর এলাকার রফিকুল ইসলাম জমাদ্দারের ছেলে। সে খুলনার জিরোপয়েন্ট এলাকার দেলদার আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, পরিবারে স্বচ্ছলতা না থাকায় পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে ইজিবাইক চালাতো আব্দুল্লাহ। গত সোমবার বিকেলে বাবার ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে ফিরে না আসায় খোঁজখুঁজি শুরু করে স্বজনরা। মাইকিং করা হয় বিভিন্ন এলাকায়। গতকাল দুপুরে স্থানীয় এক ব্যক্তি এ আর প্রপার্টিজের ভেতরে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে ছুটে যান স্বজনরা। পরে তারা লাশ শনাক্ত করে।
কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করার জন্য কিশোর চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন